হাসিনা ও জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে দুদকের চিঠি

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ PM
শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়

শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় © সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির মামলার তদন্তকারী কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরে এ চিঠি পাঠান।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) কর্মকর্তা আকতারুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, মামলার তদন্ত কর্মকর্তারা পুলিশের মহাপরিদর্শকের কাছে এই চিঠি পাঠিয়েছেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠানো হবে। চিঠিতে ন্যায় বিচারের স্বার্থে বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু বিষয়টি উল্লেখ করে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। 

এদিকে, দুদকের অভিযোগপত্রে বলা হয়, শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে প্লট বরাদ্দ নেন।  বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে ২০২৪ সালের ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক।  এদিকে মামলার তদন্তকালে জানা গেছে, এজাহারভুক্ত আসামি শেখ হাসিনা বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তার অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার জন্য বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালতের সেই পরোয়ানা, এজাহার, অভিযোগপত্র এবং পূরণ করা রেড নোটিশ ফরম সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে শেখ হাসিনা ও তার ছেলের বিস্তারিত তথ্য যেমন নাম, জাতীয় পরচিয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট নম্বর, ঠিকানাসহ গ্রেপ্তারি পরোয়ানা ও অভিযোগপত্রের কপি সংযুক্ত করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার ছেলে জয় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। পরিবারের অন্য সদস্যরাও দেশের বাইরে রয়েছেন। দুদকের অভিযোগ, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। 

এবং পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নিয়েছেন। গত ৩১ জুলাই ঢাকার দুই বিশেষ জজ আদালত এই ছয় মামলায় ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। এর আগে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুদক। এর মধ্যে নিজ নামে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭নং সেক্টরের ২০৩নং রাস্তার ৯নং প্লট নেওয়ার অভিযোগ শেখ হাসিনাসহ ১২ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয় গত ১০ মার্চ।

এছাড়াও তার বিরুদ্ধে আরো ৫টি চার্জশিট দেওয়া হয়েছে, যা আদালতে বিচারাধীন রয়েছে। তাই উক্ত মামলায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য রেড নোটিশ জারীর নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মহাপরিদর্শক বরাবর পত্র পাঠানো হয়।

অন্যদিকে পূর্বাচল আবাসন প্রকল্পের প্লট দুর্নীতিতে সজীব আহমেদ ওয়াজেদসহ (জয়) ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো ১টি মামলা রুজু করা হয়েছে, যা তদন্তাধীন রয়েছে। তাই উক্ত মামলায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য রেড নোটিশ জারি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ মহাপরিদর্শক বরাবর পত্র পাঠানো হয় বলে জানা গেছে।

রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত পাংশা মহিল…
  • ১৪ জানুয়ারি ২০২৬
পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
  • ১৪ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ১৪ জানুয়ারি ২০২৬
‘জোটে থাকতে অটল ইসলামী আন্দোলন’, সর্বোচ্চ ফোরামের বৈঠক শেষে…
  • ১৪ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ
  • ১৪ জানুয়ারি ২০২৬
ঋণখেলাপিই থাকছেন হাসনাতের আসনের বিএনপি প্রার্থী
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9