ভুক্তভোগী স্ত্রী সাজেদা বেগমের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূ সংবাদ সম্মেলন করে তার স্বামীর পরকীয়া ও অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বামীর অন্তরঙ্গ ছবিসহ নানা অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী স্ত্রী সাজেদা বেগম।
সাজেদা বেগম সোনাইছড়ি বার আউলিয়া এলাকার দিদারুল আলমের স্ত্রী। পারিবারিকভাবে তাদের বিয়ে হয় প্রায় দুই বছর আগে। সংবাদ সম্মেলনে তিনি জানান, বিয়ের কিছুদিন পরই জানতে পারেন যে, তার স্বামী দিদারুল আলম টিকটকে আসক্ত এবং একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িত।
অভিযোগে সাজেদা বলেন, ‘আমি তার আচরণের প্রতিবাদ করলে সে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। এমনকি যৌতুকের দাবিতে এক লাখ টাকা নেওয়ার পরও নির্যাতন থামেনি। শ্বশুরবাড়িতে আমাকে কেবল ভাত খেতে দিত, অন্য কিছু নয়।’
তিনি আরও দাবি করেন, দিদারুল শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে অশোভন কার্যকলাপেই জড়িত নন, বরং আবুল খায়ের স্টিল মিল থেকে স্ক্র্যাপ লোহা চুরি করে একটি সিন্ডিকেটের মাধ্যমে তা বিক্রি করে থাকেন। এসব অর্থ ব্যবহৃত হয় তার একাধিক নারীসঙ্গের পেছনে।
আরও পড়ুন: প্রেমের টাকা নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, আহত ১৪
সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের প্রমাণস্বরূপ তার স্বামীর অন্য নারীর সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবিও সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দিদারুল আলম সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার স্ত্রী বেপর্দা চলাফেরা করে। এসব কারণেই পারিবারিক অশান্তি তৈরি হয়েছে।”’তিনি নিজেকে একটি রাজনৈতিক দলের নেতা দাবি করে বলেন, ‘স্ক্র্যাপ লোহা কেনাবেচায় আমার দলের আরও ১৩ জন নেতাকর্মী জড়িত থাকলেও তারা কোনো চোরাই কার্যকলাপে অংশ নেয় না।’