ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে নারীর আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন প্রতিবেশী
- যশোর প্রতিনিধি
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ PM
যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের মাদ্রাসা পাড়ায় এক নারীকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে তার হাতের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলেছেন এক ব্যক্তি। রোমহর্ষক এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে শেষ রক্ষা হয়নি—অভিযুক্ত তাহাজ্জত ওরফে ট্যানাকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ট্যানা। তা প্রত্যাখ্যান করায় বিভিন্নভাবে ক্ষতির পরিকল্পনা করছিলেন তিনি। রবিবার দুপুরে ওই নারী বাড়িতে একা ছিলেন। এমন সময় প্রতিবেশী ট্যানা ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। এসময় ওই নারী চিৎকার করলে ট্যানা তার আঙুল কামড়ে ধরেন। এতে করে নারীর আঙুল কেটে পড়ে যায়। পরে স্থানীয়রা চলে এলে ট্যানা সটকে পড়েন। বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে ট্যানাকে আটক করে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
ঘটনার পর বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যানাকে আটক করে। স্থানীয়দের অনেকেই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাহাজ্জত ওরফে ট্যানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।