থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি, জড়িত বাবা-ছেলে চক্রের একজন গ্রেপ্তার

পুলিশের মোটরসাইকেল চুরি ঘটনায় গ্রেপ্তার মুসলিম মিয়া
পুলিশের মোটরসাইকেল চুরি ঘটনায় গ্রেপ্তার মুসলিম মিয়া  © সংগৃহীত

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা চত্বর থেকে পুলিশের একটি সরকারি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় এক বাবা-ছেলের চক্রের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। চুরির পর মোটরসাইকেলটি বিক্রি করে দেন বাবা। এ ঘটনায় বাবাকে গ্রেপ্তার করা হলেও পলাতক রয়েছেন ছেলে ও তার এক সহযোগী।

রোববার (২০ জুলাই) চুরির ঘটনায় জড়িত মুসলিম মিয়া (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে চুরি যাওয়া ১৫০ সিসি পালসার মডেলের সরকারি মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। পলাতক রয়েছেন মুসলিম মিয়ার ছেলে মিনহাজ উদ্দিন ফাহাদ ও তার বন্ধু মো. রিফাত।

বায়েজিদ বোস্তামী থানা পুলিশ জানায়, গত ১২ মে রাতের কোনো এক সময় থানা চত্বর থেকেই একটি সরকারি মোটরসাইকেল চুরি হয়। এটি থানার দায়িত্বপ্রাপ্ত এসআইদের ব্যবহারের জন্য বরাদ্দ ছিল। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করে পুলিশ।

আরও পড়ুন: ঘুমের ওষুধ বিক্রি না করায় ফার্মেসী মালিকের উপর ছুরিকাঘাত, হামলাকারী গ্রেফতার

পুলিশ আরও জানায়, সম্প্রতি এক ব্যক্তির কাছ থেকে চুরি হওয়া বাইকটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাইকটি মুসলিম মিয়া নামের এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন। এরপর মুসলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজ দেখানোর পর তিনি স্বীকার করেন, তার ছেলে ফাহাদ ও ফাহাদের বন্ধু রিফাত মিলে মোটরসাইকেলটি চুরি করে। পরবর্তীতে সেটি তিনি নিজেই বিক্রি করেন।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার এসআই সুমন বড়ুয়া শাপলা গণমাধ্যমকে বলেন, শুরুতে মুসলিম মিয়া বিভ্রান্তিকর তথ্য দেন। পরে তাকে সিসিটিভি ফুটেজ দেখানো হলে চুরির সঙ্গে জড়িত যুবকদের একজন তার ছেলে ও তার ছেলের বন্ধু বলে স্বীকার করেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার ছেলে ও তার ছেলের বন্ধুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

 


সর্বশেষ সংবাদ