জাবিপ্রবির শিক্ষক রিপন রায়ের বাসায় চুরি

জাবিপ্রবির শিক্ষক রিপন রায়ের বাসায় চুরির ঘটনা ঘটেছে
জাবিপ্রবির শিক্ষক রিপন রায়ের বাসায় চুরির ঘটনা ঘটেছে  © টিডিসি ছবি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও সদ্য সাবেক চেয়ারম্যান রিপন রায়ের বাসায় চুরির ঘটনা ঘটেছে৷ জামালপুর শহরের দেওয়ানপাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, শনিবার (১৭ মে) ভোর ৬টার দিকে ছুটি শেষে সুনামগঞ্জ থেকে এসে জামালপুর শহরের দেওয়ানপাড়া বাসায় রিপন রায় দেখেন, জানালার গ্রিল কাটা ও বাসার আসবাবপত্র এলোমেলো হয়ে আছে।

আরও পড়ুন: উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য, প্রাথমিকের সহকারী শিক্ষক বরখাস্ত

এর আগে গত শনিবার (১০ মে) তিনি ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গ্রামের বাড়ি সুনামগঞ্জে গিয়েছিলেন৷ এরপর জামালপুরে ফিরে দেখেন তার বাসার জানালার গ্রিল কাটা ও বাসার আসবাবপত্র এলোমেলো হয়ে আছে।

এ বিষয়ে সহকারী অধ্যাপক রিপন রায় বলেন, ‘জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে চোরেরা আমার নিজস্ব ও বিশ্ববিদ্যালয়ের ২টি ল্যাপটপ, কৃতি শিক্ষার্থী হিসেবে পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১টি গোল্ড মেডেল ও প্রায় ৪০/৫০ হাজার নগদ টাকা চুরি করে৷ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি। এ ছাড়াও জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছি৷’


সর্বশেষ সংবাদ