আকবরের সেঞ্চুরির পরও হেরে গেল বাংলাদেশ

আকবর আলি
আকবর আলি   © সংগৃহীত

জয় দিয়েই দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে আকবর আলির দুর্দান্ত সেঞ্চুরির পরও ১০ রানের ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। এতে ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে তিন ম্যাচ সিরিজে।

বুধবার (১৪ মে) শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে ৪৯ দশমিক ৪ ওভারে ৩২২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইমার্জিং দল।

বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এদিন শুরুতেই সাজঘরে ফেরেন আগের ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক মাহফিজুল ইসলাম রবিন। তবে হাফ-সেঞ্চুরি ছুঁয়েই প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার জিশান আলম। ফেরার আগে ৩৪ বলে ৫০ রান করেন তিনি।

তিনে নেমে রায়হান রাফসান-ও থিতু হতে পারেননি। ২০ বল মোকাবিলায় দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার। মিডল-অর্ডারে চাপ বাড়িয়েছেন আরিফুল ইসলাম। সাজঘরে ফেরার আগে ৫৯ বলে ৩৫ রান করেন তিনি।

তবে দলীয় সেঞ্চুরির আগেই ৩ উইকেট খুইয়ে ফেলা স্বাগতিকদের পথ দেখিয়েছেন আকবর আলি। গেল ম্যাচের মতই উইকেটে এসে ম্যাচের গিয়ার পাল্টে ফেলেন তিনি। দ্রুত রান তুলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারও স্পর্শ করেন তিনি। তবে ১১০ বলে ১৩১ রান করে আকবর ফেরার পর আর কেউই দলের হাল ধরতে পারেননি।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই প্রোটিয়া ওপেনার। তবে এন্টানডোয়েস্কির ১১ রানে বিদায়ের পর মিকায়েল প্রিন্সও ৩০ রানে বিদায় নেন। দুটি উইকেটই শিকার নেন মাহফুজুর রাব্বি।

প্রতিরোধ গড়ে তৃতীয় উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন অ্যান্ডিলে চার্লস মোগাকানে ও কনর বয়েড ইস্টারহুইজেন। ৬৩ বলে ৫৫ রান করে মোগাকানে প্যাভিলিয়নে ফিরলেও সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন ইস্টারহুইজেন। তবে নার্ভাস নাইন্টিনে কাঁটা পড়েন তিনি। ফেরার আগে ৯ চার ও ৩ ছক্কায় ৬৮ বলে ৯১ রানের ইনিংস সাজান টপ-অর্ডার এই ব্যাটার।

এরপর দলের ত্রাতা হয়ে ওঠেন ডিয়ান ফরেস্টে। ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালান তিনি। তার ৫৯ বলে অপরাজিত ৯৬ রানের মারকাটারি ইনিংসেই রানের পাহাড় জড়ো করে সফরকারীরা। শেষমেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে প্রোটিয়াদের পুঁজি দাঁড়ায় ৩৩২ রান। 

বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল, মারুফ মৃধা, মাহফুজুর রাব্বি দুটি করে এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান একটি উইকেট শিকার করেন।


সর্বশেষ সংবাদ