অস্ত্র হাতে ‘ভাইরাল আলভি’সহ গ্রেপ্তার ৪ জন কারাগারে

গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত
গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত  © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে ভাইরাল সেই মোশারফ হোসেন ওরফে আলভিসহ (২৩) গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন মো. হৃদয় (৩১), মো. ইলিয়াস হাজী (২০) ও মো. আকাশ হাওলাদার (১৬)।

মোহাম্মদপুর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ৪ জুলাই ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রিয় এই চার সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশি সামুরাই।

আরও পড়ুন: শেষ ৬ ইনিংসে চারবার শূন্য, বাদ পড়লেন লিটন

র‌্যাব বলছে, ডাকাত দলের সদস্যরা মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে চারজনকে আটক করা গেলেও তাদের সঙ্গে থাকা বাকি চার-পাঁচ জন পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে ডাকাতি, ছিনতাই, চুরি ও চাঁদাবাজি করে আসছিল। তারা অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে মোবাইল, টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence