শেষ ৬ ইনিংসে চারবার শূন্য, বাদ পড়লেন লিটন

লিটন দাস
লিটন দাস  © সংগৃহীত

কিপার ও ব্যাটার লিটন দাসের ফর্ম বেশ কিছুদিন ধরেই দলের পক্ষে কথা বলছিল না। প্রথম ওয়ানডের ব্যর্থতার পর থেকেই তার জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। শেষ পর্যন্ত জায়গা হলো না দ্বিতীয় ওয়ানডের একাদশে। তাকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন ওয়ানডেতেও বেশ কিছুদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন। প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে তিনি আউট হন রানের খাতা খোলার আগেই। ওয়ানডেতে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর শেষ উদাহরণটিও প্রায় দুই বছর আগের। এরপর ৬ ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন চারবার, মোট রান করেছেন মাত্র ১৩। ফলত, আজকের একাদশে তার জায়গা না হওয়াটা ছিল প্রত্যাশিতই। তার জায়গায় একাদশে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী।

লিটনকে বাদ দেওয়ার পেছনে কেবল ফর্ম নয়, কৌশলগত দিকটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চার নম্বরে লিটন খেললে মিডল অর্ডারে থাকা তাওহীদ হৃদয়, জাকের আলী ও মেহেদী হাসান মিরাজ—চারজনই হয়ে যেতেন ডানহাতি ব্যাটার। অথচ লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডানহাতিদের বিপক্ষেই বেশি ভয়ংকর। পাশাপাশি, শ্রীলঙ্কার দলে রয়েছে একাধিক বাঁহাতি স্পিনারও। এই ব্যাটিং ভারসাম্য আনতেই আজ শামীমকে একাদশে ফেরানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।


সর্বশেষ সংবাদ