অধিনায়কত্বকে চাপ নয়, বাড়তি সুযোগ দেখছেন লিটন
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১২ মে ২০২৫, ১০:৫৭ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০৫ PM
নাজমুল হোসেন শান্তর ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়কের গুরুদায়িত্ব সামলেছিলেন লিটন দাস। সাময়িক দায়িত্ব সামলে সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। লম্বা সময় ধরেই লাল-সবুজ শিবিরের দায়িত্বে থাকবেন ক্ল্যাসিক এই ব্যাটার। তবে এ নিয়ে মোটেই চাপের কিছুই দেখছেন না তিনি।
সোমবার (১২ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান লিটন।
তার ভাষ্যমতে, ‘চাপের কিছু নেই। আমি যখন অধিনায়ক ছিলাম না, তখনও পারফরম্যান্স খারাপ ছিল, এমন না যে এখনও খারাপ হবে। এটা (অধিনায়কত্ব) একটা প্লাস পয়েন্ট হতেই পারে। আমি বিশ্বাস করি, যারা ইতিবাচকভাবে চিন্তা করে, তাৎক্ষণিকভাবে ১-২ দিন ব্যর্থ হলেও ফলাফল আসে। আমি ওই জায়গায় আছি। আমি ইতিবাচকভাবে চিন্তা করছি যেন ফলাফলটা আমার দিকে নিয়ে আসতে পারি।’
নিজের পরিকল্পনা নিয়ে লিটন বলেন, ‘আগের যত প্ল্যানিং ছিল, সেটা তাৎক্ষণিক সেই সিরিজের জন্য। যেহেতু এখন লং টাইমের জন্য সুযোগ এসেছে, আমার চিন্তাগুলো এখন ভবিষ্যতকেন্দ্রিক হবে। এখন আমি জানি, আমার এতদিন পর্যন্ত একটা লক্ষ্য আছে। অবশ্যই সিরিজের বিষয়টা এখনও থাকবে, কিন্তু ভবিষ্যতের বিষয়টাও মাথায় থাকবে।’
দলে উন্নতির তাগিদ দিয়ে লিটনের মন্তব্য, ‘বাংলাদেশ দল এগিয়ে যেতে হলে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে ক্রিকেটারদের। আমরা ভালো খেললেই দল আগাবে। প্রথমত, আমাদের খেলোয়াড়দের সবার নিজেদের দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে। যতটা বিসিবির সঙ্গে আমি যোগাযোগ করব, তার চেয়ে বেশি করব খেলোয়াড়দের সঙ্গে-তাদের চাওয়া কী, কোন জায়গায় উন্নতি করতে হবে। আমি তো কেবল আসলাম, যত সময় যাবে তত আমি বিষয়টার সঙ্গে অভ্যস্ত হতে পারব।’