ভারতে পালানোর সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বেনাপোল (যশোর) প্রতিনিধি
- প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৪:১৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:১১ PM
চিকিৎসার কথা বলে ভারতে পালানোর চেষ্টাকালে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার হয়েছেন একাধিক মামলার পলাতক আসামি ও নেত্রকোনার আওয়ামী লীগ নেতা মো. সানোয়ারুজ্জামান যোশেফ (৬৫)।
রবিবার (২৯ জুন) সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সানোয়ারুজ্জামান নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন বলেন, ‘সানোয়ারুজ্জামান ভারতে যাওয়ার জন্য তার পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষের নজরে আসে। পরে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আমরা ইমিগ্রেশন থেকে আটক করি।’
আরও পড়ুন: ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ: ঢাবি উপাচার্য
পুলিশ সূত্রে জানা যায়, সানোয়ারুজ্জামানের বিরুদ্ধে নাশকতা, হামলা, ভাঙচুর, দখল ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাছেল মিয়া বলেন, ‘গ্রেপ্তারের পর আমরা সানোয়ারুজ্জামান থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছি। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য যাচাই করা হচ্ছে। প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোনার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।’