র্যাব সেজে এলো গ্যাং, ছোঁ মেরে নিয়ে গেল ১ কোটি ৮ লাখ টাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০১:০১ PM

রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।
তিনি বলেন, নগদের এজেন্ট আবদুল খালেক উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাসায় বসবাস করেন। ওই বাসা থেকে নগদের কার্যালয় কাছে। খালেকের বাসা থেকে ১ কোটি ৮ লাখ টাকা নগদের কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। দুটি মোটরসাইকেলে করে খালেক ও দুই সঙ্গী যাচ্ছিলেন। তারা যখন ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে আসেন, তখন একটি কালো রঙের মাইক্রোবাস তাঁদের গতিরোধ করে।
তিনি আরও বলেন, ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, র্যাবের পোশাক পরা দুই থেকে তিনজন ব্যক্তি কালো রঙের মাইক্রো থেকে নেমে নগদ এজেন্টের টাকা বহনকারী তিন ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন। পরে তাদের গাড়িতে তুলে নিয়ে চলে যান। তাঁদের ১৭ নম্বর সেক্টরে নিয়ে গাড়ি থেকে নামিয়ে টাকা নিয়ে চলে যান।
ছিনতাইয়ের সঙ্গে যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান , র্যাবের পোশাক পরা ওই ব্যক্তিদের খোঁজ চলছে।