গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে © টিডিসি ফটো
সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
নিহতরা হলেন- উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামের মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।
জানা যায়, শনিবার (৩১ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, রিয়াজ উদ্দিন’র পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুুমিয়েছিলেন। আনুমানিক রাত ২টার দিকে টিলা ধসে রিয়াজ উদ্দিনের বসতঘরের উপরে পড়ে।
আরও পড়ুন: ছাত্রদল ও বাম সংগঠনগুলোর কাছে আসা: কৌশলগত বন্ধুত্ব নাকি স্ববিরোধী অবস্থান?
এ সময় ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়েন তারা। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর মাটির নিচ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ হয়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’