গ্রেপ্তারকৃত দুই আসামি © সংগৃহীত
জামালপুরের ইসলামপুরে ভারতীয় মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা পুলিশ। বুধবার (২৯ মে) পৌরসভার মার্কাজ মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফ উদ্দিন।
থানা সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে ইসলামপুর থানা পুলিশ ২০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ইসলামপুর থানার এক কর্মকর্তা জানান, ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে নানা সীমাবদ্ধতা থাকলেও মাদক চোরাচালান থেমে নেই। আমরা এমন এক জাতি হয়ে পড়েছি যারা তেল রফতানি করে, মদ আমদানি করি। মাদক সমাজ, দেশ ও জাতির জন্য মারাত্মক হুমকি।
এ বিষয়ে ইসলামপুর থানার ওসি সাইফ উদ্দিন বলেন, ২০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।