সাতক্ষীরায় জাল ডলার ও টাকা ছাপানোর মেশিনসহ আটক দু’জন © টিডিসি ফটো
সাতক্ষীরায় জাল ডলার ও টাকা ছাপানোর মেশিনসহ দু’জনকে আটক করেছে সেনাবাহিনীর সদর ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় সদর উপজেলার কাটিয়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালহ্মী গ্রামের জুলকার নাঈম সানা এবং উত্তর আটুলিয়া গ্রামের রাসেল গাজী।
সেনাবাহিনীর সদর ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ জানান, আটক দুই ব্যক্তি কাটিয়ায় ভাড়া বাসায় বসে বিভিন্ন দেশের জাল ডলার ও টাকা তৈরি করতেন। কালার প্রিন্টারের সাহায্যে তারা এসব জাল নোট তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন।
আরও পড়ুন: ডাকসুর দাবিতে অনশনরত দুই ঢাবি শিক্ষার্থী হাসপাতালে
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি কালার প্রিন্টার, একটি ল্যাপটপ, তিনটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন, ৫১ হাজার ৯৮৫ টাকা এবং একটি নিজস্ব সীলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার মেজর মুশফিক আহমেদ।