স্কুল শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে ৪ বখাটের বিরুদ্ধে মামলা

২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩০ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৮ PM

© ফাইল ফটো

নেত্রকোনা পৌরশহরে ৮ম শ্রেণি স্কুল পড়ূয়া ১৫ বছর বয়সি এক শিক্ষার্থীকে যৌননিপীড়নের অভিযোগ উঠেছে চার বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ভুক্তভোগী শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত চার যুবক হলো- মৃত হানিফ মিয়ার ছেলে মো. নাসিম (২২), মো. মগবুল মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (২১), মো. সুরুজ মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া (২২) ও মো. আইয়ুব আলীর ছেলে সোনালী মিয়া (২৯)। তারা সকলে পৌরশহরের পুকুরিয়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, যৌননিপীড়নের অভিযোগটি আমলে নিয়ে গত সোমবার দিনগত রাতেই মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের ধরতে রাতেই অভিযান পরিচালনা করা হয়েছে। কাউকে আটক করা যায়নি। তবে অভিযুক্তদের ধরতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাদীর অভিযোগে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী বিদ্যাপিঠে যাওয়া আসার সময় রাস্তায় একা পেয়ে অভিযুক্ত যুবকেরা প্রেম নিবেদনসহ বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে উত্যাক্ত করতো। ভুক্তভোগী কিশোরী অভিযুক্তদের প্রস্তাব প্রত্যাখানসহ প্রতিবাদ করতো। অভিযুক্ত নাসিমের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করার পর থেকে তার প্রস্তাবে রাজি না হলে যে কোন সময় যে কোন স্থান থেকে অপহরণ করার হুমকি দিতো।

গত সোমবার (২১ এপ্রিল) বিকেলে সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী খালাতো বোনের বাড়ি শালজান গ্রামের বেড়ানোর জন্য খালাতো ভগ্নিপতির সাথে বাড়ি থেকে বের হন। ঘটনাস্থলে পৌঁছামাত্রই নাসিম ও অন্যান্য অভিযুক্তদের সহায়তায় পথ আটকিয়ে পুনরায় প্রেম নিবেদন করলে ভুক্তভোগী তা প্রত্যাখান করেন। এতে নাসিম ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর ওড়না ও হাতে ধরে টানা হেচড়া করে যৌনপীড়ন করেন। অভিযুক্ত অন্যান্য বখাটে মিলে এলাপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে ভুক্তভোগীকে বেদনাদায়ক ফোলা জখম ও ঘটনাস্থল থেকে নির্জন স্থান নিয়ে যান।

এসময় ভুক্তভোগীকে বাঁচানোর চেষ্টা করলে অভিযুক্ত যুবকেরা খালাতো ভগ্নিপতিকেও এলাপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে বেদনাদায়ক ফোলা জখম করে। ভুক্তভোগীর ডাক চিৎকারে আশপাশের লোকজন আসতে থাকলে অভিযুক্তরা সুবিধামত স্থানে এক পাইলে ভুক্তভোগীকে অপহরণ করে নিয়ে যাবে প্রকাশ্যে হুককি দয়ে চলে যান। শারিরীক অবস্থা দেখে ভুক্তভোগীকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয় মামলার অভিযোগ থেকে এসব তথ্য জানা গেছে।

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে জাম…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9