নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

২১ এপ্রিল ২০২৫, ০২:৫০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪০ PM
নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার © সৌজন্যে প্রাপ্ত

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরো নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ সোমবার (২১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, ছাত্রলীগের (নিষিদ্ধ) বংশাল থানা ৩৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বাপ্পি (৩০), আওয়ামী লীগের দক্ষিণ বাড্ডা বাজার ইউনিটের সহ-সভাপতি মো. মহিবুর রহমান (৫০), কুমিল্লার মনোহরগঞ্জ থানার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪৭), বংশাল থানা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু আহাম্মেদ (৫৫), ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক (৫৫), কলাবাগান থানা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কবির হোসেন (৪৮), ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখার নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক দীপম সাহা (২৬), ছাত্রলীগের ডেমরা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন (৪২) ও ছাত্রলীগ কর্মী মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়াল।

ডিবি সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকাল ১১ টার দিকে মো. বাপ্পিকে নবাবপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। একই দিন সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর বেরাইদ এলাকা থেকে মো. মহিবুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম । 

ডিবি সূত্র আরও জানায়, ২০ এপ্রিল দুপুর ৩ টায় রমনার জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের সামনে থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের একটি টিম। একইদিন রাত ১১ টায় ডিবি-লালবাগ বিভাগের একটি টিম বংশাল এলাকা হতে বাবু আহাম্মেদকে গ্রেপ্তার করে।

অন্যদিকে একই দিন রাত ১০ টায় মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল খালেককে এবং রাত সাড়ে ১১ টায় রাজধানীর হাতিরপুল হতে মো. কবির হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের পৃথক টিম।

একই দিন রাতে রাজধানীর মাতুয়াইল এলাকা হতে কাজী ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। ইসমাইল হোসেন গতকাল ২০ এপ্রিল যাত্রাবাড়ী এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিলো বলে স্বীকার করেছে।

ডিবি সূত্রে আরো জানা যায়, ২০ এপ্রিল রাত ১টা ৪৫ মিনিটের দিকে দীপম সাহাকে তেজগাঁও এলাকা হতে এবং রাত ২ টা ৪৫ মিনিটের দিকে আদাবরের একটি বাসায় অভিযান পরিচালনা করে ছাত্রলীগ কর্মী মো: মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়ালকে গ্রেপ্তার করে ডিবি-সাইবারের পৃথক টিম।

গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

হাবিপ্রবির এক আসনের বিপরীতে লড়বেন ৫২ ভর্তিচ্ছু
  • ১৩ জানুয়ারি ২০২৬
সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9