ক্ষমতার দ্বন্দ্বে বলি আমার বাবা, ৩৫ বছর যত্নে গড়ে তোলা শিক্ষার্থীদের শিক্ষক

পদত্যাগপত্রে সই করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য
পদত্যাগপত্রে সই করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য  © ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী (টিএসি) উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্যকে ক্ষমতার দ্বন্দ্বে বলি হতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ভাবনা আচার্য্য। ৭২ ঘণ্টা পার হলেও মব সৃষ্টি করা পার্টি এখনো অভিযোগের কোনও প্রমাণ দেখাতে পারেনি বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ফেসবুকে এক এসব কথা বলেন তিনি।

ভাবনা আচার্য্য ফেসবুকে লিখেছেন, ‘অলমোস্ট ৭২ ঘণ্টা শেষ হতে যাচ্ছে। অথচ মব সৃষ্টি করা পার্টি এখনো অভিযোগের ভেলিড কোনও প্রমাণপত্র আনতে পারেনি। এবার ভাবুন, তারা কতটা মিথ্যা ছিল। শুধুমাত্র নিজেদের ক্ষমতার দ্বন্দ্বে বলি হলো আমার বাবা, একজন শিক্ষক, একজন জাতির কারিগর, ৩৫ বছর ধরে যত্নে গড়ে তোলা শিক্ষার্থীদের শিক্ষক!’

এর আগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্যকে জোর করে পদত্যাগপত্রে সই করানোর ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাবার পদত্যাগের ভিডিওটি যুক্ত করে ভাবনা আচার্য্য ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেটি পরে ভাইরাল হয়।

আরো পড়ুন: বাবার অপদস্থ হওয়ার ভিডিও ভাইরাল, চবি ছাত্রীর আবেগঘন স্ট্যাটাস

স্ট্যাটাসে ভাবনা লেখেন, ‘আমার বাবা জনাব কান্তি লাল আচার্য। ৩৫ বছর ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। আমার বাবাকে বুধবার (১৬ এপ্রিল) কোন রকম প্রমাণিত অভিযোগ ছাড়া বলপূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করানো হয়। আমার বাবার কী অপরাধ, কী সমস্যা কিছু বলা হয়নি।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!