মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, দিনাজপুরে সাম্প্রদায়িক উত্তেজনা

০৯ এপ্রিল ২০২৫, ০১:০৬ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২২ PM
পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করেছেন স্থানীয় নেতাকর্মীরা

পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করেছেন স্থানীয় নেতাকর্মীরা © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য নিয়ে দিনাজপুরের সীমান্তবর্তী গ্রাম বনতাড়ায় সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগ তুলে এক হিন্দু যুবককে গ্রেপ্তারের দাবিতে গত এক সপ্তাহে দুই দফা বিক্ষোভ করছেন স্থানীয়রা। হামলার আশঙ্কায় মুখে ওই গ্রামের ৩০টি হিন্দু পরিবার সপ্তাহখানেক দোকানপাট বন্ধ রেখে প্রায় অবরুদ্ধ অবস্থায় কাটাচ্ছেন। 

স্থানীয়দের অভিযোগ, সদর উপজেলার সীমান্তবর্তী বনতাড়া গ্রামের বাসিন্দা গাজীপুরে পোশাক কারখানায় কর্মরত ওই যুবক গত ২ এপ্রিল ফেসবুকে এক স্ট্যাটাসের কমেন্টে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। বিষয়টি নিয়ে কয়েক দিনে দুই দফা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এতে বনতাড়াসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে হিন্দু সম্প্রদায়ের লোকেরা দোকানপাট বন্ধ করে রাখেন ও স্বাভাবিক জীবনযাত্রা থমকে যায়।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এবং ব্যবসা ও স্বাভাবিক জীবনযাত্রা ফেরাতে সবাইকে অনুরোধ করা হয়। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোকে চাল ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

আজ সকালে বনতাড়া এলাকায় ওই যুবকের মা ও স্থানীয়দের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। স্থানীয় আঞ্জুয়ারা, মঙ্গলি ও দুলোবালার কাছে কোনো সমস্যা আছে কিনা জানতে চাইলে তাঁরা বলেন, পরিবারের সুখ-দুঃখের আলাপ করছেন। তাঁদের মধ্যে কোনো সমস্যা নাই। একজনের জন্য এলাকার সবাই সমস্যায় পড়েছেন।

তাঁদের পেরিয়ে ওই যুবকের বাড়ি গিয়ে দেখা যায় ঘরের বারান্দায় বসে আছেন তাঁর মা (৪১)। তিনি বলেন, ‘গত ২৯ মার্চ ঈদের ছুটিতে বাড়িতে আসে সে (যুবক)। ঈদের পরের দিন স্ত্রীসহ শ্বশুরবাড়ি সদর উপজেলার ঝানজিরা এলাকায় যায়। পরে এলাকার কিছু তরুণ ছেলে জানায় সে (যুবক) মোবাইলে কী কী সব লিখেছে। তাকে পেলে লোকজন মারবে। এ ঘটনার পর থেকে ছেলের মোবাইল বন্ধ। এমনকি ওই দিন থেকে গ্রেপ্তার এড়াতে যুবকের বাবাও বাড়িতে নেই।’

ওই যুবকের মা বলেন, ‘আমার ছেলে অপরাধ করছে, আমি ছেলের পক্ষ হইয়ে সবার কাছে মাফ চাচ্ছি। আমাদের জন্য গ্রামবাসী সবারে অন্যায় অত্যাচার, ভয়তে বাড়িত থাকতে পারছে না। মেলাজন আপদ-বিপদে আছে। আমার ছেলে অপরাধ করছে আমাদেরকে শাস্তি দেন, জনগণ কেনে শাস্তি পাবে। দোষ করছে আমার ছেলে আমার ছেলেই শাস্তি পাবে।’

বনতাড়ার ছোট্ট বাজারটিতে ১০-১৫টি মুদি ও চায়ের দোকান। এর মধ্যে ৫/৬টি দোকানের মালিক হিন্দু সম্পদ্রায়ের লোকজনের। অধিকাংশই জেলে ও কৃষক। কয়েকজন ইজিবাইক চালান। ঘটনার পর থেকে তাঁরা দোকানপাট ও স্বাভাবিক কাজকর্ম বন্ধ রেখেছিলেন।

জালিয়াপাড়া জেলে সমিতির নেতা মানিক চন্দ্র দাস (৫০) বলেন, ‘আমরা এখানে সবাই মিলেমিশে থাকি। মনে করেন মায়ের কোলাতে আছি। একজন বিপদে পড়লে সবাই দৌড় যাই। আজকে যুবকের কারণে আমাদের অশান্তি শুরু হয়া গেইছে। একজনের অপরাধে সবারে ভোগান্তি হলো। গ্রামের লোক কারও দোকানপাট-বাড়িঘর ভাঙতে গেলে তো আফসোস করবে। কিন্তু বাইরের লোক তো ওগুলা দেখিবে না। এইজন্য আমরা দোকানগুলা বন্ধ রাখছিলাম। এখানে কেউ আমাদের কোনো হুমকি ধামকি দেয় নাই।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বলেন, ‘যুবকের পরিবারসহ অন্যদের সামান্য খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। দোকানপাট সব খোলা হয়েছে। আর কোনো সমস্যা হবে না।’

স্থানীয় হরিসভা মন্দিরের সভাপতি মনো দাস (৪৫) বলেন, ‘আমাদের হরিসভা গত বৃহস্পতিবার থেকে হবার কথা ছিল। কোনো বাধা না আসলেও বিশৃঙ্খলা এড়াতে আমরা সেটা বন্ধ করে রাখি। আমরা সবুজ দাসের বিচার চাই। যে দোষ করছে তার শাস্তি চাই।’

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের ইউনিয়নটা খুব শান্তশিষ্ট। আমরা হিন্দু-মুসলমান সকলে মিলেমিশে থাকি। এখানে যেন আর কোনো সমস্যা না হয়, এ জন্য আমরা সকলে সচেষ্ট আছি।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় উসকানি ও সহযোগিতার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

হলের সিট দখল ছাত্র অধিকারের দুই নেতার বিরুদ্ধে শিক্ষার্থীদে…
  • ১০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
  • ০৯ জানুয়ারি ২০২৬
বিসিবি সভাপতির সঙ্গে শিবিরের সেক্রেটারির সাক্ষাৎ
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, চক্রের সদস্যসহ আটক দেড় …
  • ০৯ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়া–শহীদ হাদির কবর জিয়ারত জকসু ছাত্রদল প্যানেলের
  • ০৯ জানুয়ারি ২০২৬
থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি ছাত্রদল নেতার পৈতৃক বাড়িতে উ…
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9