পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেফতার

২৮ মার্চ ২০২৫, ০৪:২১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
গ্রেফতার বিএনপি নেতা আবুল কালাম

গ্রেফতার বিএনপি নেতা আবুল কালাম © সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় প্রবাসীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার ঘটনায় পর্নোগ্রাফি মামলায় আবুল কালাম ওরফে গদি কালাম নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে পর্নোগ্রাফি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল কালাম পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ রাত ১০টার দিকে প্রবাসী নাজমুল জমাদ্দারকে বিএনপি নেতা গদি কালাম ও তার লোকজন জোরপূর্বক ধরে নিয়ে যায়। তাকে একটি আবাসনে নিয়ে গিয়ে আগে থেকে রাখা এক নারীর পাশে বসিয়ে জোর করে কাপড় খুলতে বাধ্য করা হয়। পুরো ঘটনাটি ভিডিও করে গদি কালাম ও তার সহযোগীরা। এরপর মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয় নাজমুলের কাছ থেকে।  

ভুক্তভোগী কিছু টাকা দিলেও চাহিদা অনুযায়ী পুরো টাকা দিতে না পারায় গদি কালাম ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেন। এতে নাজমুল ও তার পরিবারের মান-সম্মান হুমকির মুখে পড়ে।  

এ ঘটনায় নাজমুল জমাদ্দারের মা রানী বেগম ২৮ মার্চ পাথরঘাটা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলায় গদি কালামকে প্রধান অভিযুক্ত করা হয়। মামলা দায়েরের পর রাত সাড়ে তিনটার দিকে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে গদি কালামকে গ্রেপ্তার করে।  

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, আবুল কালাম ওরফে গদি কালামের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের ৮ এর (১)(২)(৩)(৫) ধারায় মামলা হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬