গোপালগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

১১ মার্চ ২০২৫, ১০:০২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫০ PM
হাসপাতালে আহত রকিবুল ইসলাম

হাসপাতালে আহত রকিবুল ইসলাম © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীকে তথ্য দিয়ে ধরিয়ে দেয়ার সন্দেহে দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদিকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়ন পরিষদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরদেশ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি জানান, বেশ কয়েক দিন আগে টুঙ্গিপাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে মন্টু মুন্সীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। আজ (সোমবার) জামিনে এসে সাংবাদিক রকিবুল ইসলামকে দেখে তথ্য দিয়ে ধরিয়ে দেয়ার সন্দেহে মন্টু মুন্সীসহ আসামীরা তার উপর হামলা চালায়। এসময় রকিবুল ইসলামকে পিটিয়ে আহত করে।

পরে বাসায় গেলে মন্টু মুন্সীর নেতৃত্বে হামলা চালিয়ে আবারো পিটিয়ে আহত করা হয় তাকে। পরে ৯৯৯ ফোন করলে পুলিশ ও খবর শুনে সহকর্মীরা গিয়ে রকিবুল ইসলামকে উদ্ধার করে।

আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, ঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। আবিযোগ পেলে আইনযত ব্যবস্থা নেয়া হবে।

টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইমরান শেখ বলেন, দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদির উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাই।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬