মার্কেটের পুল ক্লাবে মিলল পিস্তল বন্দুক ওয়াকি টকি

০৬ মার্চ ২০২৫, ১১:১০ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী

যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী © সংগৃহীত

ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার কাজী হারুন কমপ্লেক্সে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) এ অভিযান বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী মার্কেটের পুল ক্লাব থেকে এসব উদ্ধার করেছে।

সেনাবাহিনীর ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের পরিচালিত এ যৌথ অভিযানে মার্কেটের তৃতীয় তলায় ‘পুল ক্লাব’ হতে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি এয়ার গান, দু’টি ওয়াকি টকি সেট, একটি ট্যাক্টিকাল দূরবীন, কিছু গাজাসহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

গোয়েন্দা সূত্র জানায়, মার্কেটের মালিকের ছেলে কাজী আব্দুল্লাহ আল রশিদ এ অস্ত্র সব সরঞ্জামাদির মালিক। ইতোপূর্বে তিনি একাধিকবার মাদক মামলার আসামি হয়ে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তিনি পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের কেয়ারটেকার রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন: চিনি ও রং দিয়ে তৈরি হচ্ছিল আমের জুস

এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করতে সবাইকে আহবান জানানো হচ্ছে। সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরো বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বোয়ালমারীতে অভিযান চালানো হয়।

নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬
২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৭ জানুয়ারি ২০২৬
দেড় বছর ধরে স্থবির বুটেক্স শিক্ষক সমিতির কার্যক্রম
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১৮তম ফার্মা উইক ২০২৬ উদ্বোধন
  • ২৭ জানুয়ারি ২০২৬