চিনি ও রং দিয়ে তৈরি হচ্ছিল আমের জুস

০৬ মার্চ ২০২৫, ১০:৪৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
জব্দকৃত নকল জুস

জব্দকৃত নকল জুস © টিডিসি

ময়মনসিংহের গৌরিপুরে অবৈধ জুস কারখানা হতে নকল আমের জুস উদ্ধার করা হয়েছে। ঘন চিনি, নন ফুড গ্রেড কালার ও ফ্লেবারসহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল এ জুস তৈরি করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে এভাবে নকল জুস তৈরি করে বাজার জাত করছিল উপজেলার কলতাপাড়ার রুপনাকান্দা গ্রামের ‘ফুট্রো‘  জুস কোম্পানি।

মঙ্গলবার (৪ মার্চ) সেনাবাহিনী, পুলিশ, এনএসআই, বিএসটিআই কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) যৌথ অভিযানে ৪ হাজার বোতল (২৫০ মি.লি) নকল জুস উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিক দুলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।  

জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদনহীন কারখানাটিতে বিভিন্ন নামীদামী ব্রান্ডের মোড়ক ও বোতল নকল করে নিম্নমানের অস্বাস্থ্যকর আর্টিফিশিয়াল ফ্লেভার জুস, আইসবার, এডিবল জেলসহ বিভিন্ন নকল ও ভেজাল খাদ্যপন্য তৈরি করে বাজারে বিক্রি করতেন কারখানার মালিক দুলাল উদ্দিন।

নকল ও ভেজাল খাদ্যপন্য তৈরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুলাল উদ্দিনকে ১ লক্ষ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জুস বানানোর মেশিন ও জুস তৈরির নিম্নমানের উপকরণ মালামাল জব্দ করার পাশাপাশি কারখানা সিলগালা করা হয় এবং জুস ও বোতল পুড়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার সাংবাদিকদের বলেন, বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল জুস তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। কারখানাটি সিলগালা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সং…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬