যশোর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ
- যশোর প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
যশোরের শার্শা, বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি)। রবিবার ভোরে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পরিচালিত এই অভিযানে শিকারপুর বিওপি, বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং ব্যাটালিয়ন সদর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এই অভিযানে পিপি পলিথিন, ট্রাক, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, পাতার বিড়ি, পান মসলা, মোটর পার্টস, কিটক্যাট চকলেট এবং কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি) যার মূল্য আনুমানিক বাজারদর ১ কোটি ৫ লাখ ৬৫ হাজার ৬৮০ টাকা।
মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন, যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি।
আরও পড়ুন: বিদায়বেলায় এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান রোধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের টহলদল সফলভাবে এসব অবৈধ পণ্য আটক করতে সক্ষম হয়েছে। বিজিবির সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’
বিজিবির নিয়মিত এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান চক্রের কার্যক্রম অনেকাংশেই হ্রাস পেয়েছে। দেশের নিরাপত্তা ও তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবির এই প্রচেষ্টা প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।