সোহরাওয়ার্দী উদ্যানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৩:২৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৭ টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রবেশ গেটের উত্তর পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-মো. রনি (২৯), মো. হুমায়ুন কবির (২৫) ও মো. আনোয়ার (৪০)। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি স্টিলের সুইচ গিয়ার চাকু ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রবেশ গেটের উত্তর পাশে ফুটপাতের পাকা রাস্তার ওপর কয়েকজন দেশীয় ধারালো অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশে প্রস্তুতি নিচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে শাহবাগ থানার একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা আরো কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় গ্রেপ্তারদেরসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শাহবাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। সোহরাওয়ার্দী উদ্যানের ওই এলাকায় তারা ডাকাতির উদ্দেশে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। [সূত্র: বাসস]