প্রেমিকের নৃশংসতায় প্রেমিকার মায়ের করুণ মৃত্যু

ফারহান ভূঁইয়া রনি
ফারহান ভূঁইয়া রনি  © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে হত্যার পর মরদেহ পোড়ানোর অভিযোগ উঠেছে ফারহান ভুঁইয়া রনি নামে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকার মাকে মাথা কেটে গর্তে ঢুকিয়ে পোড়ানোর চেষ্টা করছিল ওই যুবক।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুঁইয়া শানুর বাড়িতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ফারহান যুবলীগ নেতা শাহনেওয়াজের ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত।

জানা গেছে, নিহত ওই  নারীর নাম হরলুজা (৫০)। তিনি একই ইউনিয়নের হিরাপুর কলোনি এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের রহিমপুর গ্রামের পাশের বাড়ির বাসিন্দার ঘর থেকে রাতে রাজহাঁস চুরি হয়। সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে বের হলে পাশের বাড়ির বাসিন্দা শাহনেওয়াজ ভূঁইয়ার পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখা যায়। সেখানে বসে থাকা রনি জানায় সে পাতা পোড়াচ্ছে। তার কথায় সন্দেহ হলে প্রতিবেশী এনামুল ও তার ভাই রুমান আগুনে কী পুড়ানো হচ্ছে দেখতে চান। এ সময় রনি ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারধরের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। এতে সন্দেহ ঘনীভূত হলে তারাসহ গ্রামের লোকজন একত্রিত হয়ে সেখানে গিয়ে মরদেহ পুড়তে দেখেন।  

এ বিষয়ে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি প্রেমে বাধা দেয়ায় ওই নারীকে তার দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়। এসময় মরদেহ পুড়িয়ে গুম করার চেষ্টার করছিলেন ওই যুবক। 


সর্বশেষ সংবাদ