নেত্রকোনায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ PM
নেত্রকোনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আফজাল হোসেন হৃদয় (২৮) খুন হয়েছেন। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পূর্বধলা সদর ইউনিয়নের জামতলায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় ওই গ্রামের হাসেন আলীর ছেলে।
নিহতের স্ত্রী রুপা আক্তার জানান, আফজাল হোসেন হৃদয় ও তার বড় ভাই মেহেদী হাসান ইকবালের মধ্যে জমি ভাগ নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আজ সকালে ধারালো ছুরি দিয়ে হৃদয়ের বুকে এবং মাথায় আঘাত করেন মেহেদী। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।