গ্রেপ্তারকৃত ৩০৩ আনসার সদস্যকে আদালতে হাজির

আদালত
আদালত  © সংগৃহীত

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৩০৩ জন আনসার সদস্যকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটা পর্যন্ত শাহবাগ, রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

আদালতের এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তাদের আদালতের লকআপে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, গতকাল রবিবার দাবি আদায়ের লক্ষে আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করলে তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া সত্ত্বেও সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। একপর্যায়ে তারা ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ৫০ জনের মতো আহত হন।


সর্বশেষ সংবাদ