© সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ থেকে আবারও ৮ জনকে অপহরণ করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে টেকনাফের হোয়াইক্যং রৈক্ষ্যং বাদিবন্যা পাহাড়ি এলাকা থেকে তারা অপহৃত হন। তারা সেখানে জঙ্গল কাটতে ও গরু চরাতে গিয়েছিলেন বলে জানা গেছে।
অপহৃতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের করাচিপাড়া এলাকার বেলালের দুই ছেলে জুনাইদ (১২) ও মোহাম্মদ নূর (১০), একই এলাকার লেদুর ছেলে শাকিল (১৫), শহর আলীর ছেলে ফরিদ আলম (৩৫), নুরুল ইসলামের ছেলে আকতার (২৫), নাজির হোসেনের ছেলে ইসমাইল প্রকাশ সোনায়া (২৪), রৈক্ষং এলাকার কালা মিয়ার ছেলে ছৈয়দ হোছাইন বাবুল (৩৩) এবং একই এলাকার আকবরের ছেলে ফজল কাদের (৪৫)।
এর আগে গত মঙ্গলবার (২৬ মার্চ) কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে কাঠুরিয়া ও রাখাল ছেলেসহ দুজন অপহরণে শিকার হন। ওই অপহরণের ঘটনায় দুর্বৃত্তরা ভুক্তভোগী পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে জানা গেছে।