বন্ধুর সাথে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:২২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
শরীয়তপুরের সখিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা ওই স্কুলছাত্রের বন্ধু রিয়াদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে শরীয়তপুরের সখিপুর থানাধীন চরভাগা ইউনিয়নের শনি কান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সজিব ব্যাপারী (১৮)। সেই চরভাগা ইউনিয়নের ঢালী কান্দি গ্রামের খোরশেদ ব্যাপারীর ছেলে। আর গুরুতর আহতের নাম রিয়াদ র্যাপারী (১৭)। সে ওই এলাকার কামরুল বেপারীর ছেলে। তারা দুজনেই চরভাগা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এক পথচারীকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয়।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়েছিল তারা। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ সুরতহালের পর শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।