স্কুলছাত্র সোলাইমান বাড়ি ফিরল, তবে লাশ হয়ে
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ১১:২৪ AM , আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ১১:৩২ AM
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সোলাইমান মিয়া (২) নামে এক স্কুলছাত্র নদীতে ডুবে মারা গেছে।। ঘটনাটি ঘটেছে বুধবার (১১ অক্টোবর ) সন্ধ্যা ৬টার দিকে। সে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং স্থানীয় রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোলাইমান বাড়ির পাশের সুতী নদীর পাড় দিয়ে যাওয়ার সময় নদীতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোয়াইলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, দক্ষিণ রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে শিশু সোলাইমান বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নদীতে ডুবে মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক।
আরো পড়ুন: শিক্ষককে মারধরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা
কেন্দুয়া থানার উপপুলিশ পরিদর্শক নিশাদ ইসলাম মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিকাল ৫টার দিকে সুতী নদীতে ডুবে সোলাইমান মিয়া নামে এক স্কুল ছাত্র মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।