এহসানুল মাহবুব জুবায়ের © সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় থাকবে জামায়াত।’ আজ (শনিবার, ১৭ জানুয়ারি) বিকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জোট ও নির্বাচনি সার্বিক বিষয় নিয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠকের ফাঁকে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। বৈঠকটি আজ রাত ১০টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘১০ দলীয় জোটে এখনও ৪৭ আসন ফাঁকা রয়েছে, লিয়াজোঁ কমিটি সেটি তদারকি করছেন, সমঝোতা চূড়ান্ত হলে গণমাধ্যমে জানানো হবে।’ তিনি বলেন, ‘সমঝোতার দুয়ার খোলা রয়েছে সবার জন্য।’
তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী একটি মেনিফেস্টো বা ইশতাহার তৈরি করেছে, যা সুবিধাজনক সময় প্রকাশ করা হবে। তিনি জানান, আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে, এরপর এ সফর যাবে দেশের নানা জেলায়। এতে অংশ নেবেন জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আজকের বৈঠকে ১৯টি মৌলিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।’ বৈঠক আজ রাত ১০টা পর্যন্ত চলবে বলেও তিনি জানান।
যদিও এর আগে মামুনুল হক বলেন, ‘ইসলামী আন্দোলনের নেতারা চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। নির্বাচনে সকল আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা তা করবেন। সে হিসেবে তারা অন্য কারো সঙ্গে আসন সমঝোতা করছেন না। তাই এ মূহুর্ত আমরা আর আসন সমঝোতার কোনো আশা রাখছি না। পরবর্তীতে এতটুকু বলতে পারি, রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই। নির্বাচনী বাস্তবতার সম্মুখিন হয়ে আমাদের সবার মাঝে হয়তো আবার নতুন করে উপলব্দি সৃষ্টি হতে পারে। প্রতিদ্বন্ধীতার মাঠ থেকে জনআঙ্খার ভিত্তি ও প্রত্যাশা থেকে আমাদের সমঝোতা ভেঙ্গে পড়া পুনরায় নির্মিত হতে পারে। শেষ মূহুর্ত পর্যন্ত আমরা এ প্রত্যাশা রাখব।’