সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি বহরে ছাত্রলীগের হামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০৭:২০ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৩, ০৭:২০ PM
পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা করেছে ছাত্রলীগ। শনিবার (৮ এপ্রিল) বেলা ১১টায় এ হামলায় মির্জাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগমসহ তিন জন আহত হয়েছেন।
জানা যায়, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগদানের উদ্দেশে যাওয়ার পথে কলেজ রোড এলাকার তিন রাস্তা মোড়ে পৌঁছলে কলেজ শাখা ছাত্রলীগ একটি মিছিল নিয়ে বের হয়। পরে তারা গাড়ির বহরের পেছন থেকে অর্তকিত হামলা চালায়। এ সময় তারা মাইক্রোবাসের গ্লাস ও বহরে থাকা আরো চার-পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি মো: শাহাবদ্দিন নান্নু বলেন, এ হামলায় অন্তত চারজন আহত হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ‘র্যাগিংয়ের ফলে মৃত্যু পর্যন্ত ঘটছে’
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো: মাহাবুব আলম রুবান বলেন, আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগসহ যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা শান্তি মিছিলে বের হয়। মিছিলটি তিন রাস্তার মোড় এলাকায় পৌঁছলে বিএনপির নেতাকর্মীরা গাড়ির বহর নিয়ে হট্টগোল সৃষ্টির চেষ্টা করে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, শুনেছি, বিএনপির নেতারা অবস্থান কর্মসূচিতে যোগ দেয়ার জন্য বের হলে গাড়ি বহরে হামলা করা হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিছুই পায়নি।