সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষকের ফোনে আটক তিন তরুণ

ছাত্রী ধর্ষণ
চট্টগ্রামে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক হয়েছে  © প্রতীকী ছবি

চট্টগ্রামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) চান্দগাঁও থানার এসআই মেহের অসীম দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আটককৃতরা হলেন- রাউজান উপজেলার নোয়াপাড়ার বাসিন্দা মো. রাসেল (২৭), বাঁশখালীর জলদী এলাকার মো. জাহেদুল ইসলাম ইমন (৩০) ও চান্দগাঁওয়ের জসীম কলোনির মো. সুমন (৩০)।

এতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে। এক শিক্ষকের কাছ থেকে খবর পেয়ে আসামিদের আটকে অভিযান শুরু করে পুলিশ । এ ঘটনায় মামলার বিষয়ে প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।


সর্বশেষ সংবাদ