বাংলাদেশ দল © সংগৃহীত
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বে টানা ৪ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে ওঠে টাইগ্রেসরা। এরপর সুপার সিক্সের প্রথম ম্যাচেই থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে খেলার পথও নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। পরে আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়েই মূলত বাংলাদেশের বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়েছে।
গ্রুপ ‘এ’ থেকে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডকে হারিয়ে আসা বাংলাদেশ গ্রুপ পর্বের ৪ পয়েন্ট ক্যারি করে সুপার সিক্সে উঠে এবং বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে টাইগ্রেসরা। পাশাপাশি নেট রানরেটও বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থানে। সমান পয়েন্টে নেট রানরেটে পিছিয়ে টেবিলের দুইয়ে ডাচরা।
বুধবার (২৮ জানুয়ারি) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় ডাচ মেয়েরা। যেখানে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১২৯ রানে পুঁজি পেয়েছিল যুক্তরাষ্ট্র। জবাবে ১২ ওভারে ২ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস ৯০ রান করার পর আবারও বাগড়া দেয় বৃষ্টি। শেষমেশ ডিএলএস পদ্ধতিতে জয় পায় ডাচরা। এতে বাংলাদেশকে সঙ্গী করে বিশ্বকাপের টিকিট কাটে নেদারল্যান্ডস।
এদিকে বিশ্বকাপের মূলপর্বের দৌড়ে এগিয়ে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এর মধ্যে স্কটিশদের পয়েন্ট ৪ আর আইরিশদের ঝুলিতে ২ পয়েন্ট। তবে এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়ায় বিশ্বকাপ থেকে একরকম ছিটকেই গেছে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড।