পাকিস্তান ক্রিকেট দল © সংগৃহীত
বাংলাদেশের প্রতি সংহতি জানাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে কয়েকটি কৌশলগত বিকল্প ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামা টিভির প্রতিবেদনে বোর্ডের অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানায়, বাংলাদেশের সঙ্গে আইসিসির আচরণের কারণে তৈরি পরিস্থিতিতে কীভাবে পাকিস্তান অবস্থান জানাবে, এই বিষয়টি নিয়ে চলছে বিস্তারিত আলোচনা।
যদিও পিসিবি আলোচনা করছে, পুরো টুর্নামেন্টে অংশ নেওয়া থাকলেও কৌশলগতভাবে কীভাবে বাংলাদেশের প্রতি সমর্থন দেখানো যায়। বোর্ডের লক্ষ্য, সংহতি প্রকাশের পাশাপাশি টুর্নামেন্টে অংশগ্রহণের প্রক্রিয়াকে বজায় রাখা।
এ নিয়ে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে পাশাপাশি সাবেক ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কর্মশালার ফাঁকে এসব আলোচনাও হয়েছে। সূত্রের বরাতে জানা গেছে, নাকভি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশকে ‘অপমানজনক পরিস্থিতির’ মুখে একা ছেড়ে দেওয়া উচিত নয়।
এ প্রসঙ্গে বর্তমানে তিনটি বিকল্প বিবেচনা করছে পিসিবি। এজন্য সব ম্যাচে খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন, যাতে বাংলাদেশের প্রতি সমর্থনের বার্তা দেওয়া যায়। এ ছাড়া আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচটি বয়কট করা। এটি ভারতের আচরণের প্রতিবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে পাকিস্তান দল বিশ্বকাপে যে কোনো জয় বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করবে।
পিসিবির সূত্র জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজই নাকভি প্রধানমন্ত্রীকে বিষয়টি উপস্থাপন করবেন। প্রধানমন্ত্রী সরকারের দিক থেকে নির্দেশনা দিলে পিসিবি বিশ্বকাপে অংশগ্রহণ বা অংশ না নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।
এ নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলাপকালে নাকভি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান নীতিগত ছিল। পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে, মৌলিক ক্রিকেটীয় মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে।
তিনি আরও বলেন, ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মিশিয়ে কোনো দেশের স্বার্থ রক্ষা হয় না। যে সিদ্ধান্ত সরকার নেবে, পিসিবি তা সম্পূর্ণভাবে মেনে চলবে।