তাওহীদ হৃদয় © সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিপিএলে দারুণ ফর্মে আছেন তাওহীদ হৃদয়। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৬৩ বলে ১০৯ রানের ঝকঝকে সেঞ্চুরি করে ম্যাচসেরা হন তিনি। এর আগে রাজশাহীর বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৫৬ বলে অপরাজিত ৯৭ রান করেছিলেন। সাধারণত মিডল-অর্ডারে খেলা এই ডানহাতি ব্যাটার এবার ওপেনিংয়ে ধারাবাহিকভাবে রান করাতেই মূলত আলোচনায়। তবে জাতীয় দলে নিজের ব্যাটিং পজিশন নিয়ে এখনই চিন্তা করছেন না তিনি। তার মতে, দলের জন্য নিয়মিত ভালো খেলোয়ারদের ওপর আস্থা রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘জাতীয় দলে কি হবে সেটা নিয়ে তো কিছু বলতে পারব না। ওখানে অনেক টপ-অর্ডার ব্যাটসম্যান আছেন। তারা গত এক বছর ভালো খেলে এসেছেন। এই মুহূর্তে এই জায়গাটা আমার চিন্তাভাবনা না। দল কি চিন্তা করছে জানি না। যারা এতদিন ভালো করে এসেছেন, তাদের ওপরে অবশ্যই বিশ্বাস রাখা উচিত। আমি চাই যে তারা আমাদের দেশকে ভালো ভাবে প্রতিনিধিত্ব করবেন ইনশাআল্লাহ।’
বিশ্বকাপে ওপেনিং বিষয়ে অধিনায়ক লিটন দাস থেকে কোনো সরাসরি নির্দেশনা পেয়েছেন কি না প্রসঙ্গে হৃদয় জানালেন, তিনি কোনো নির্দিষ্ট বার্তা পাননি। তবে বিশ্বকাপে তাকে আগের মতো মিডল-অর্ডারেই নামতে হতে পারে বলে ধারণা দিয়েছেন টাইগার দলপতি।
হৃদয়ের ভাষায়, ‘না। লিটন (ভাই) এমন কোনো বার্তা আমাকে দেননি। আমাকে যেটা বলেছেন যে তুই বিশ্বকাপে তো মিডলেই খেলবি যদি সবকিছু ঠিক থাকে ইনশাআল্লাহ। চেষ্টা কর মিডলে খেললে তোর জন্য ভালো একটা অনুশীলন হবে। কারণ, মিডলে খেলাটা একটু অন্যরকম খেলা। মিডলের খেলা এত সহজ না।’
তিনি আরও বলেন, ‘যদি দেখেন কিন্তু মিডলে আবার যেটা বলেছি আগে আপনারা-তো শুধু মনে করেন ৫০ এগুলোই শুধু। ইমপ্যাক্টফুল ইনিংসও মিডলে কাউন্ট করা হয়। আমাকে এটাই বলেছে। আমিও চেষ্টা করেছি, এভাবে এবং শুরুটা মনে হয় তিন চারে করেছিলাম।’