ইংল্যান্ড ক্রিকেট দল © সংগৃহীত
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। তবে বাংলাদেশের ম্যাচ যদি শ্রীলঙ্কায় হয়, তাহলে একই গ্রুপে থাকায় অন্য দলগুলো বিশেষ করে ইংল্যান্ডকেও সেখানে যেতে হবে। তবে বিষয়টি সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন না মঈন আলি।
এই অলরাউন্ডারের দাবি, বিষয়টি মূলত ভ্রমণ ও লজিস্টিকসের সঙ্গে জড়িত। তবে এই মুহূর্তে ইংল্যান্ড দলের শ্রীলঙ্কায় যাওয়ার কোনো পরিকল্পনা আছে বলে তিনি মনে করেন না।
মঈন বলেন, ‘হ্যাঁ, মানে তখন তো ইংল্যান্ডকেও শ্রীলঙ্কায় যেতে হবে, কারণ তারা একই গ্রুপে আছে। এই মুহূর্তে ইংল্যান্ড শ্রীলঙ্কায় যাচ্ছে বলে মনে হয় না। তো এখানে অনেক ভ্যারিয়েবল আছে, আর তখন বিষয়টা বড় সমস্যা হয়ে দাঁড়ায়- ভ্রমণ, যাতায়াত।’
বর্তমান সূচি অনুযায়ী, ইংল্যান্ডের দুটি ম্যাচ মুম্বাইয়ে এবং অন্য দুটি ম্যাচ কলকাতায়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ১৪ ফেব্রুয়ারি কলকাতায়। এ ছাড়া ১১ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ও ১৬ ফেব্রুয়ারি কলকাতায় খেলবে তারা। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়া হলে স্বাভাবিকভাবেই ভ্রমণ ঝুঁকি বাড়বে ইংলিশদের।
মঈন বলেন, ‘অবশ্যই কেউই বেশি ভ্রমণ করতে চায় না। যদিও খুব বেশি দূর না। ভারত অনেক বড় দেশ, আর এক শহর থেকে আরেক শহরে যেতেও অনেক সময় লেগে যায়। তবে আমার অভিজ্ঞতায়, বিশ্বকাপে যত কম ভ্রমণ করা যায়, ততই ভালো। কোনো দল যত কম ভ্রমণ করে, সেটা অবশ্যই সাহায্য করে। কিন্তু শেষ পর্যন্ত যা হওয়ার, তাই হবে।’