নবি-হায়দারের ব্যাটে সম্মানজনক পুঁজি নোয়াখালীর

০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩৪ PM
হায়দার আলী ও মোহাম্মদ নবি

হায়দার আলী ও মোহাম্মদ নবি © সংগৃহীত

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ৪০ রানেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অধিনায়ক হায়দার আলী ও মোহাম্মদ নবির দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩৩ রানের সম্মানজনক পুঁজি দাঁড় করায় ঘরোয়া এই টুর্নামেন্টে নবাগত দলটি।

বুধবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় নোয়াখালী। দলীয় ১১ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও সৌম্য সরকার। 

তিনে নেমে মাজ সাদাকাত অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে মুনিম শাহরিয়ার ও মাহিদুল ইসলাম অঙ্কন পুরোপুরিই ব্যর্থ হন, ১৯ বলে ২৪ রান করে মাজ আউট হলে মাত্র ৪০ রানেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নোয়াখালী। ৬ বলে ২ রান করে বিদায় নেন মুনিম আর ৯ বলে ৪ রান করেন অঙ্কন।

পরে দলের হাল ধরেন অভিজ্ঞ নবি ও অধিনায়ক হায়দার। তাদের ব্যাটেই ১২০ পার করে নোয়াখালী। কিন্তু ৩৬ বলে ৪৭ রান করা হায়দার ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফেরেন। অন্যপ্রান্তে ৩৩ বলে ৪২ রান করে টিকে ছিলেন নবি। এতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে থামে নোয়াখালী। 

ঢাকার হয়ে ইমাদ ওয়াসিম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, জিয়াউর রহমান, নাসির হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন একটি করে উইকেট নেন।

ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১৪ জানুয়ারি
  • ০৮ জানুয়ারি ২০২৬
অগ্রজদের পথ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে: খুবি উপাচার্য
  • ০৮ জানুয়ারি ২০২৬
দেশে একের পর এক হত্যাকাণ্ডে উদ্বেগ ডাকসুর
  • ০৮ জানুয়ারি ২০২৬
তিন সালের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সম…
  • ০৮ জানুয়ারি ২০২৬
চা বাগানে গলা কেটে হত্যা, গ্রেফতার ২
  • ০৮ জানুয়ারি ২০২৬
আখ খেতে বসে বোমা বানানোর সময় বিস্ফোরণ, যুবকের কব্জি বিচ্ছি…
  • ০৮ জানুয়ারি ২০২৬