অঙ্কন-জাকেরের নৈপুণ্যে লড়াকু পুঁজি নোয়াখালীর

জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন
জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন  © সংগৃহীত

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৪৩ রান সংগ্রহ করেছে নোয়াখালী এক্সপ্রেস। শুরুতেই বড় ধাক্কা খেলেও ইনিংস মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক।

টসে জিতে সিলেট নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালে দুই ওপেনার মাজ সাদাকাত ও হাবিবুর রহমান সোহান শূন্য রানেই ফেরেন। হায়দার আলীও রানের খাতা খুলতে পারেননি। পাওয়ার প্লেতে ৩ উইকেটে মাত্র ২৮ রান তোলে নোয়াখালী। 

এরপর সৈকত আলী ও অঙ্কন কিছুটা প্রতিরোধ গড়েন। সৈকত ২৪ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন অঙ্কন।

শেষ দিকে জাকের আলী অনিকের সঙ্গে জুটি বেঁধে রানের গতি বাড়ান অঙ্কন। জাকের ১৭ বলে ২৯ রান করে আউট হন, আর অঙ্কন শেষ বলে ছক্কা হাঁকিয়ে ৫১ বলে অপরাজিত ৬১ রান করেন। এতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে নোয়াখালী এক্সপ্রেসের সংগ্রহ দাঁড়ায় ১৪৩ রান।

সিলেটের হয়ে ৪ উইকেট নেন খালেদ আহমেদ। এ ছাড়া সাইম আইয়ুব দুটি এবং মোহাম্মদ আমির একটি উইকেট নেন। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!