পাকিস্তানের আরেক তারকাকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ AM
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। এরইমধ্যে পুরোদমে প্রস্তুতিতে নেমেছে দলগুলো। এরই ধারাবাহিকতায় পাকিস্তানি ব্যাটার মির্জা তাহির বেগকে দলে টেনেছে চট্টগ্রাম রয়্যালস।
পাকিস্তান জাতীয় দলের হয়ে তিনটি আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলা ২৬ বছর বয়সী এই ক্রিকেটার এবারই প্রথম দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন। টি–টোয়েন্টি ক্যারিয়ারে ৩৪ ম্যাচে ১৩০ দশমিক ৫৬ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৮৩৩ রান।
এদিকে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে বিপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন চট্টগ্রামের তিন বিদেশি ক্রিকেটার। ফলে নতুন মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেল ফ্র্যাঞ্চাইজিটি।
এর মধ্যে নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদও রয়েছেন। আবরার ছাড়া বাকি দু’জন হচ্ছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। তবে স্টার্লিং ও ডিকভেলা বিপিএল থেকে নাম সরিয়ে নেন নিজ দেশের ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না পাওয়ায়।
অন্যদিকে এনওসি পেলেও বিপিএলে খেলা অনিশ্চিত পাকিস্তানি স্পিনার আবরারের। তার এনওসি-ও স্থগিত করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পরিকল্পনায় থাকায় আবরারকে বিপিএলে খেলতে চাচ্ছে না পিসিবি।
প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের নতুন আসরের। প্রথম দিনেই হবে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস নিজেদের মিশন শুরু করবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।
একনজরে চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড: নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি ( ২২ লাখ), মাহমুদুল হাসান জয় ( ৩৭ লাখ), মাহফিজুল ইসলাম রবিন (২২ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম মুগ্ধ (৩৩ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), জাহিদুজ্জামান খান (১১ লাখ), শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম, মির্জা তাহির বেগ।