আইপিএলের মিনি নিলামে দল পেলেন যারা

আইপিএল ট্রপি
আইপিএল ট্রপি  © সংগৃহীত

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম, যেখানে ক্রিকেটারদের নিয়ে সবচেয়ে বেশি সক্রিয় ছিল কলকাতা নাইট রাইডার্স। বিদেশিদের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে ২৫ কোটি ২০ লাখ রুপিতে ক্যামেরন গ্রিনকে দলে নেয় কেকেআর। একই সঙ্গে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে বাংলাদেশিদের মধ্যে নতুন রেকর্ড গড়েছে তারা।

অন্যদিকে চেন্নাই সুপার কিংস দুই অনভিষিক্ত ক্রিকেটারকে রেকর্ড দামে কিনেছে। সানরাইজার্স হায়দরাবাদ ১৩ কোটি রুপিতে লিয়াম লিভিংস্টোনকে দলে নেয়।

একনজরে দেখে নেওয়া যাক নিলাম থেকে কোন দল কোন ক্রিকেটারকে দলে টানলো...

কলকাতা নাইট রাইডার্স 
ক্যামেরন গ্রিন : ২৫.২০ কোটি রুপি মাথিশা পাথিরানা : ১৮ কোটি রুপি মুস্তাফিজুর রহমান : ৯.২০ কোটি রুপি 
রাহুল ত্রিপাঠি : ৭৫ লাখ রুপি রাচিন রবীন্দ্র: ২ কোটি রুপি আকাশ দীপ : ১ কোটি রুপি ফিন অ্যালেন : ২ কোটি রুপি টিম সেইফের্ট : ১.৫ কোটি রুপি 
তেজস্বী সিং : ৩ কোটি রুপি কার্তিক তেয়াগী : ৩০ লাখ রুপি প্রশান্ত সোলাঙ্কি : ৩০ লাখ রুপি সার্থক রঞ্জন : ৩০ লাখ রুপি আর দক্ষ কামরা : ৩০ লাখ রুপি

চেন্নাই সুপার কিংস 
প্রশান্ত বীর : ১৪.২০ কোটি রুপি কার্তিক শর্মা : ১৪.২০ কোটি রুপি রাহুল চাহার: ৫.২০ কোটি রুপি আকিল হোসেন : ২ কোটি রুপি ম্যাট হেনরি : ২ কোটি রুপি সরফরাজ খান : ৭৫ লাখ রুপি

দিল্লী ক্যাপিটালস
আকিব নবি দার : ৮ কোটি ৪০ লাখ রুপি পাথুম নিসাঙ্কা : ৪ কোটি রুপি ডেভিড মিলার : ২ কোটি রুপি বেন ডাকেট : ২ কোটি রুপি কাইল জেমিসন : ২ কোটি রুপি লুঙ্গি এনগিডি : ২ কোটি রুপি পৃথ্বী শ : ৭৫ লাখ রুপি

সানরাইজার্স হায়দরাবাদ
লিয়াম লিভিংস্টোন : ১৩ কোটি রুপি জ্যাক এডওয়ার্ড : ৩ কোটি রুপি শিবম মাভি : ৭৫ লাখ রুপি সলিল অরোরা : ১.৫ কোটি রুপি লখনৌ সুপারজায়ান্টস
জশ ইংলিশ : ৮.৬০ কোটি রুপি অ্যানরিখ নরকিয়া : ২ কোটি রুপি ওয়ানিন্দু হাসারঙ্গা : ২ কোটি রুপি নোমান তিওয়ারি : ১ কোটি রুপি 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ভেঙ্কটেশ আইয়ার : ৭ কোটি রুপি মঙ্গেশ যাদব : ৫.২০ কোটি রুপি জ্যাকব ড্যাফি : ২ কোটি রুপি 

গুজরাট টাইটান্স 
জেসন হোল্ডার : ৭ কোটি রুপি অশোক শর্মা : ৯০ লাখ রুপি 

রাজস্থান রয়্যালস
রবি বিষ্ণই : ৭ কোটি ২০ লাখ রুপি বিগনেশ পুঠুর : ৩০ লাখ রুপি

পাঞ্জাব কিংস 
বেন ডোয়ারশুইস : ৪.৪০ কোটি রুপি কুপার কনোলি : ৩ কোটি রুপি 

মুম্বাই ইন্ডিয়ান্স কুইন্টন 
ডি কক : ১ কোটি রুপি


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence