এশিয়া কাপ শুরু ১২ ডিসেম্বর, বাংলাদেশের ম্যাচ কবে

অনূর্ধ্ব-১৯ দল
অনূর্ধ্ব-১৯ দল  © সৌজন্যে প্রাপ্ত

আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। বাংলাদেশসহ মোট ৮ দল লড়াই করবে এবারের আসরে। আসর সামনে রেখে আজ (মঙ্গলবার) থেকেই প্রস্তুতি ক্যাম্পে নেমেছে বাংলাদেশের যুবারা। আনুষ্ঠানিক সূচি এখনো প্রকাশিত হয়নি, তবে টুর্নামেন্টের পুরো কাঠামো ইতোমধ্যেই পরিষ্কার।

আগামী ১২ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে সরাসরি খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ছাড়া বাছাইপর্বের লড়াই শেষে আরও তিন দল মূল পর্বে সুযোগ পাবে।

বাছাইয়ের প্রথম ও তৃতীয় দল জায়গা পাবে ‘এ’ গ্রুপে, যেখানে রয়েছে ভারত ও পাকিস্তান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকবে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাছাইয়ের দ্বিতীয় দল।

১৩ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে লাল-সবুজের যুবারা। এরপর ১৫ ডিসেম্বর কোয়ালিফায়ার–২ থেকে আসা দলের মুখোমুখি হবে আজিজুল হাকিমের দল। এছাড়া ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব।


সর্বশেষ সংবাদ