ক্যাম্ফার–নিল জুটি ভাঙলেন মিরাজ

ক্যাম্ফার–নিল জুটি ভাঙলেন মিরাজ
ক্যাম্ফার–নিল জুটি ভাঙলেন মিরাজ  © সংগৃহীত

৭০ দশমিক ৪ ওভারে রান দুই শ’ ছাড়ায় আয়ারল্যান্ডের। ধীরস্থির ব্যাটিংয়ে ক্যাম্ফার তুলে নেন নিজের প্রথম টেস্ট ফিফটি। তাকে ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন আরেকপ্রান্তে থাকা জর্ডান নিল। তবে মেহেদী হাসান মিরাজের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ৪৬ বলে ৩০ রানে থামে নিলের ইনিংস। এতে ভাঙে তাদের ৮৫ বলে ৪৮ রানের জুটিও।

এর আগে, পঞ্চম ও শেষ দিনের শুরু থেকেই দৃঢ়ভাবে ব্যাট করা ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ আউট করেন তাইজুল। রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলাতে পারেননি আইরিশ ব্যাটার। আউট হওয়ার আগে ৫৩ বলে ২১ রান যোগ করেন ম্যাকব্রাইন।

এই উইকেটটি তাইজুলের টেস্ট ক্যারিয়ারের ২৫০তম শিকার হিসেবেও জায়গা করে নেয়।


সর্বশেষ সংবাদ