মুশফিকের শততম টেস্ট বিনামূল্যে দেখতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা

মুশফিক
মুশফিক  © সংগৃহীত ছবি

মিরপুর টেস্ট অর্থাৎ মুশফিকুর রহিমের শততম টেস্টের মাইলফলক ছোঁয়ার ম্যাচ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে উপভোগের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

আগামী ১৯ নভেম্বর (বুধবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: পে স্কেলের দাবিতে একগুচ্ছ কর্মসূচি নিয়ে রণকৌশল কর্মচারীদের

স্টেডিয়ামে প্রবেশের জন্য ৫ নম্বর গেইটে স্টুডেন্ট আইডি বা টিচার্স আইডি দেখালেই হবে। শহীদ মুশতাক স্ট্যান্ডের উপরের গ্যালারিতে বসে খেলা দেখার ব্যবস্থা থাকবে তাদের জন্য। পাঁচদিনের ম্যাচের প্রতিটি দিনেই টিকিট ছাড়াই প্রবেশ করতে পারবেন তারা। 

তবে স্টেডিয়ামের সাধারণ নিয়ম সকলের জন্য প্রযোজ্য হবে। বাইরের খাবার, ব্যাগ, পানির বোতলসহ নিষিদ্ধ কোনো সামগ্রী স্টেডিয়ামে আনা যাবে না।

উল্লেখ্য, সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। হোম অব ক্রিকেটে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ১-০ ব্যবধানে এগিয়ে লাল-সবুজরা।


সর্বশেষ সংবাদ