১৫ উইকেটের দিনে জয়ের সুবাস পাচ্ছে ভারত

১৫ নভেম্বর ২০২৫, ০৭:১১ PM
ভারতীয় দল

ভারতীয় দল © সংগৃহীত

বোলারদের দাপটে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ১৫ উইকেটের পতন হয়েছে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে ১৮৯ রানে গুটিয়ে যায় ভারত। ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৯৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩ উইকেট হাতে নিয়ে ৬৩ রানে এগিয়ে প্রোটিয়ারা। 

কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম দিনই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে দিন শেষে ১ উইকেটে ৩৭ রান করে ভারত। ৯ উইকেট হাতে নিয়ে ১২২ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। ওপেনার লোকেশ রাহুল ১৩ ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করেছিলেন রাহুল ও সুন্দর। উইকেট পতন ছাড়াই প্রথম ঘণ্টা পার করে দেন তারা। তবে দলীয় ৭৫ রানে বিচ্ছিন্ন হন রাহুল ও সুন্দর। ২৯ রান করা সুন্দরকে শিকার করে জুটি ভাঙেন ডানহাতি স্পিানর সিমোন হার্মার।

চার নম্বরে নেমে ৪ রানের বেশি করতে পারেননি অধিনায়ক শুভমান গিল। ঘাড়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি। 

তৃতীয় উইকেটে ৩০ বলে ৩০ রানের জুটিতে ভারতের রান এক শ' পার করেন রাহুল ও উইকেটরক্ষক ঋষভ পান্ত। ৩৯ রান করে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের শিকার হন রাহুল। দুটি করে চার-ছক্কায় মারমুখী মেজাজে শুরু করলেও ২৪ বলে ২৭ রান তুলে থেমে যান পান্ত।

পান্ত ফেরার পর জুটি গড়ার চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেল। কিন্তু ২১ রান যোগ করে থামেন তারা। জাদেজা ২৭ ও জুরেল ১৪ রান করে হার্মারের শিকার হন। 

দলীয় ১৭১ রানের মধ্যে জুরেল ও জাদেজা ফেরার পর বেশি দূর যেতে পারেনি ভারত। ১৮৯ রানে গুটিয়ে যায় তারা। দক্ষিণ আফ্রিকার হার্মার ৪টি ও মার্কো জানসেন ৩টি উইকেট নেন। 

৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ভারতের তিন স্পিনারের ঘূর্ণিতে পড়ে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে প্রোটিয়াদের বেশি সমস্যায় ফেলেছেন জাদেজা। তার ৪ উইকেট শিকারে ৯৩ রান তুলতেই ৭ ব্যাটারকে হারায় প্রোটিয়ারা। 

আইডেন মার্করাম ৪, ওয়াইন মুল্ডার ১১, টনি ডি জর্জি ২ ও ট্রিস্টান স্টাবস ৫ রানে জাদেজার শিকার হন। 

জাদেজার ঘূর্ণি সামলে দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান তুলে অপরাজিত থেকে দিন শেষ করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। তার সঙ্গে ১ রানে অপরাজিত আছেন কর্বিন বশ। 

বল হাতে ভারতের হয়ে জাদেজা ৪টি, কুলদীপ যাদব ২টি ও অক্ষর প্যাটেল ১টি উইকেট নেন।

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার আদর্শই আমার পথচলার পাথেয়: স্বতন্ত্রপ্রার্থী সা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘পত্রিকায় একটা জরিপ আসছে, দেইখেন’—চরমোনাই পীরকে কোন জরিপের …
  • ১৬ জানুয়ারি ২০২৬
অজ্ঞান পার্টির ডিম খেয়ে মোবাইল-টাকা খোয়ালেন এমপি প্রার্থী
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9