এবার জাহানারা আলমের বিষয়ে মুখ খুললেন তামিম ইকবাল

জাহানারা আলম ও তামিম ইকবাল
জাহানারা আলম ও তামিম ইকবাল  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন বাংলাদেশ নারী দলের এক সময়ের অধিনায়ক জাহানারা আলম। সাবেক এই ক্রিকেটার জাহানারাকে বাজে প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে। এবার জাহানার বিষয় নিয়ে ফেসবুকে সরব হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 

আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজ আইডিতে এক স্ট্যাটাস দেন তিনি। 

ফেসবুক পোস্টে তামিম ইকবাল বলেন, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন : ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের বিরুদ্ধে জাহানারার গুরুতর অভিযোগ, খতিয়ে দেখবে বিসিবি

তিনি বলেন, বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানারা কিছু অভিযোগ করেছেন, যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছে। একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু যাচাই না করেই বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, কখনোই তা কাম্য নয়।

তামিম ইকবাল বলেন, জাহানারার অভিযাগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে। আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে, যে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছে, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন। কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন। 

আরও পড়ুন : অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই চমক দেখালেন ডি কক

জাহানারার অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া যায়, যদি ন্যায়বিচার নিশ্চিত না করা যায়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে, খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে। আমরা সেটা হতে দিতে পারি না।

এর আগে একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, ২০২২ সালের নারী বিশ্বকাপ চলাকালে জাতীয় দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে অশালীন প্রস্তাব পেয়েছিলেন। মানসিক স্বাস্থ্যের কারণে বর্তমানে ক্রিকেট থেকে বিরতি নেওয়া। সাবেক পেসার ও তৎকালীন নারী দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে এমন অশালীন প্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় জাতীয় দলে নিজের সেরাটা দেখানোর সুযোগ থেকেও তিনি বঞ্চিত হয়েছেন। 

জাহানারা আরও বলেন, প্রয়াত তৌহিদ মাহমুদও তাকে একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু নারী উইংয়ের সাবেক চেয়ারম্যান নাদেল চৌধুরী বিষয়টি জানলেও মঞ্জুরুলকে থামাতে পারেননি। আর বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে অভিযোগ জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি।

এর প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নড়েচড়ে বসেছে। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় নারী দলের সাবেক এক সদস্যের করা অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা সেখানে বলেছেন, বিষয়টি সংবেদনশীল হওয়ায় অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কমিটি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।


সর্বশেষ সংবাদ