সব ভেন্যুতে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান কোয়াবের

কোয়াব লোগো
কোয়াব লোগো   © সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালে বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেটার ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব)। সোমবার (২৭ অক্টোবর) খুলনা ও বরিশালের মধ্যকার ম্যাচ চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হন হাসান আহমেদ। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনাটির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে দেশের সব ক্রিকেট মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচ চলাকালে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে কোয়াব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আজ কোয়াব বলেছে, ‘অনেক ক্রিকেট মাঠ হাসপাতাল থেকে অনেক দূরে। তাই প্রতিটি ভেন্যুতে একটি অ্যাম্বুলেন্স থাকা অত্যন্ত জরুরি, যাতে স্বাস্থ্য-সম্পর্কিত যেকোনো সমস্যা তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা যায়।’

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘এই বছরের মধ্যে চারটি হৃদ্‌রোগজনিত ঘটনা ঘটেছে। আমরা কোনো ক্রিকেট ম্যাচে জড়িত ব্যক্তির সঙ্গে ঝুঁকি নিতে পারি না। বিসিবিকে এই বিষয়ে সচেতন হয়ে ব্যবস্থা নিতে হবে।’

এই বছরের এপ্রিলেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ চলাকালীন নিরাপত্তা কর্মকর্তা ইকরাম চৌধুরী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর এক মাস পর সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও হৃদ্‌রোগে আক্রান্ত হন। সৌভাগ্যক্রমে তিনি সুস্থ হয়ে ওঠেন। সম্প্রতি রোমেল নামে আরেকজন স্টেডিয়ামকর্মীও হৃদ্‌রোগে আক্রান্ত হন।

এমন ধারাবাহিক ঘটনার পর কোয়াব আশা প্রকাশ করেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অনুরোধকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দেশের সব প্রতিযোগিতামূলক ক্রিকেট ভেন্যুতে জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা নিশ্চিত করবে।


সর্বশেষ সংবাদ