নিজের অবসর নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন সাকিব

২৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকে অবসর নেননি বলে দাবি করেছেন। একইসঙ্গে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান তিনি। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, কোনো ফরম্যাট থেকেই এখনো অবসর নেননি তিনি। 

কানপুর টেস্টের আগে তিনি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন, তবে মিরপুরে শেষ টেস্ট খেলতে পারেননি। এবার সাকিব আবারও মিরপুরে খেলবার ইচ্ছা প্রকাশ করেছেন, বিশেষ করে দেশের সমর্থকদের জন্য।

সাকিব ভাষ্যমতে, ‘না, সত্যি বলতে কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে আমি এখনো বিদায় নেইনি। অবশ্যই, (মিরপুরে শেষ ম্যাচ খেলা) এটা যতটা না আমার জন্য এর চেয়ে বেশি তাদের (সমর্থকদের) জন্য।’

সম্প্রতি মার্কিন মুল্লুকে মাইনর লিগ ক্রিকেট খেলেছেন সাকিব। অল্প পরিচিত এই লিগে সাকিবই ছিলেন সবার বড় তারকা। তবে ছোট এই টুর্নামেন্টে খেলা নিয়ে কোনো আফসোস নেই তার।

সাকিব বলেন, ‘সত্যি বলতে আমি খুব উপভোগ করেছি। অনেক লোকাল প্লেয়ারের সাথে পরিচয় হয়েছে। অনেকের সাথে দেখা হয়েছে যাদের ক্যারিয়ারের শুরুর দিকে দেখেছিলাম, অনূর্ধ্ব-১৯ এর দিনগুলোতে ফিরে গিয়েছি। ছোটবেলার মতো এমন একটা ক্রিকেটীয় পরিবেশ পেয়ে খুব ভালো লেগেছে। মনে হয়েছে আগের সময় কাটাচ্ছি আবার।’

দেশের ক্রিকেটের পোস্টার বয় হিসেবে সাকিবের নাম সবার আগে উচ্চারিত হয়। কিন্তু রাজনৈতিক উত্তেজনার কারণে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা কমেছে। তবু নিজের ভূমিকা নিয়ে কোনো আক্ষেপ নেই সাকিবের।

তিনি বলেন, ‘আমার মনে হয় কিছু সাংবাদিক ও অনলাইন পোর্টালের বানোয়াট গল্প এগুলো যার কারণে মানুষ এমন ভাবে। কারণ, বাংলাদেশে আগে এসব কেউ করেনি যা আমি করেছি। এসব তাদের জন্য নতুন ছিল। হজম করা কঠিন ছিল। এখন অন্য কেউ এসব করলে তাদের ওপর এত প্রভাব পড়ে না, যতটা আমার ওপর পড়েছিল। কারণ আমিই ছিলাম প্রথম- ভালো, খারাপও।‘

অবশ্য, কাছের মানুষেরা তাকে নিয়ে এভাবে ভাবেন না। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার জানান, ‘মানুষের নিজস্ব ভাবনা থাকতেই পারে। তা নিয়ে আমার মাথাব্যথা নেই। কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমার কাছে মুখ্য বিষয় হলো আমার কাছের মানুষেরা আমাকে নিয়ে কী ভাবছে। তারা কেউ এমন ভাবে বলে মনে হয় না।‘

জুলাই আন্দোলনের সময় কানাডায় এক ভক্তের সঙ্গে মাঠে বাকবিতণ্ডায় জড়ান সাকিব। ক্ষিপ্ত কণ্ঠে ওই ভক্ত তাকে প্রশ্ন করেন, ‘আপনি দেশের জন্য কী করেছেন?” এরপর থেকে সাকিবের বিরুদ্ধে নিন্দুকের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। সে সময়ের একটি ছবি, যেখানে সাকিব তার পরিবার নিয়ে কানাডায় সময় কাটাচ্ছেন, তার স্ত্রী পোস্ট করেন, যা দেখে অনেকেই ক্ষোভে ফুঁসে ওঠেন। এ প্রসঙ্গে সাকিব দাবি করেন, ওই সময়ে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না।’

তিনি বলেন, ‘এটা এমন এক মুহূর্ত যা আমার বিপক্ষে চলে গেছে। কারণ তারা ভিন্ন কিছু প্রত্যাশা করছিল। আমি আবার ওরকম পরিস্থিতিতে ছিলাম না, অথবা আমি পরিস্থিতি জানতাম না সত্যি বলতে। তাই আমার জন্য কাজটা কঠিন ছিল, আমি বাড়ি থেকে অনেক দূরে ছিলাম। আমি মনে করি ওই জিনিসটাই আমার বিপক্ষে গেছে। তাদের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখে আমি একে পূর্ণ শ্রদ্ধাও জানাচ্ছি। তবে এজন্য কোনো আফসোস নেই। আমার মনে হয় ধীরে ধীরে মানুষ এখন এটা বুঝতে শুরু করেছে।’

পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের নির্বাচন করতে দেও…
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, পদ …
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম কলেজে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
অনড় বাংলাদেশ, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস আইসিসির
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9