এক ওভারে ২৭ রান! ব্যাটে গোল্ডেন ডাক, সাকিব কি ফুরিয়ে যাচ্ছেন?

১১ অক্টোবর ২০২৫, ০১:৫১ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

সাকিব আল হাসানের খারাপ দিন যেন কাটছেই না। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে দেশে আসতে না পারা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক এখন আছেন কানাডাতে। কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল রয়েল টাইগার্সের হয়ে খেলছেন তিনি। এদিন ভেনকুবার নাইটসের বিপক্ষে বোলিংয়ে ১ ওভারে ২৭ রান দেবার পাশাপাশি, ব্যাটিংয়ে মেরেছেন গোল্ডেন ডাক। সাকিবের মলিন পারফরম্যান্সের দিনেভেনকুবার নাইটসের কাছে দলও হেরেছে ৮০ রানের বিশাল ব্যবধানে।

 এদিন ভেনকুবারে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক ভেনকুবার নাইটস। নির্ধারিত ১০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে তারা তুলে ফেলে ২০৬ রানের বিশাল স্কোর। দলের হয়ে কিউই ব্যাটার ম্যাক্স চু ঝড়ো ইনিংস খেলেন, মাত্র ২৩ বলে করেন ৮২ রান। উদ্বোধনী জুটিতে তাঁর সঙ্গে যোগ দেন নোমান আনোয়ার, যিনি ১৭ বলে করেন ৪৪ রান। মাত্র ৬ ওভারে এই জুটি এনে দেয় ১৪০ রান।

এরপর অধিনায়ক ডোয়াইন প্রিটোরিয়াস ব্যাট হাতে দেখান বিস্ফোরণ। মাত্র ১৪ বলে করেন ৫৩ রান, যাতে ছিল সাতটি ছক্কা ও একটি চার। সাকিব বল হাতে আসেন ইনিংসের পঞ্চম ওভারে, কিন্তু ওভারে দুটি চার ও দুটি ছক্কা খাওয়ার পাশাপাশি ওয়াইডসহ বিলি করেন মোট ২৭ রান। এমন বাজে ওভার দেওয়ার পর অধিনায়ক হিসেবে নিজেই আর বল হাতে নেওয়ার সাহস দেখাননি। বোলিংয়ে কিছুটা স্বস্তি দেন ইসুরু উদানা ও রায়ান হিগিন্স— দুজনই দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স শুরুটা দারুণ করেছিল। ১৩ বলে স্কোরবোর্ডে উঠে আসে ৪৯ রান। জশ ব্রাউন মাত্র ১০ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেললেও তাঁর বিদায়ের পরই ছন্দপতন হয়। এরপর নিক হবসন, দিলপ্রিত বাজওয়া, হিগিন্স— কেউই দাঁড়াতে পারেননি। সাকিবও ব্যর্থ হন, বালতেজ সিংয়ের বলে নোমান আনোয়ারের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের শিকার হন তিনি।

 শেষ পর্যন্ত মন্ট্রিয়াল টাইগার্স ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে পারে। ভেনকুবার নাইটসের হয়ে তিনটি করে উইকেট ভাগ করে নেন বালতেজ সিং, তাজিনদর সিং এবং ডোয়াইন প্রিটোরিয়াস। সাকিবের জন্য এটি ছিল নিঃসন্দেহে ভুলে যাওয়ার মতো এক দিন, আর ভেনকুবার নাইটসের জন্য ছিল এক রাজসিক জয়।

 

 

গাজীপুরে আইএসইউ’র এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সং…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে যেসব স্কলারশিপে
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন শেষে ফেরার পথে ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে লস হবে এনসিপির, এমনকি নাহিদ ইসলাম রিস্কে পড়ে গেল’
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনের পর ৫০তম বিসিএস পরীক্ষার দাবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9