হৃদয়ের ফিফটির হ্যাটট্রিক, হাফ-সেঞ্চুরি পেলেন মিরাজও

মিরাজ-হৃদয়
মিরাজ-হৃদয়   © সংগৃহীত

টপ-অর্ডার ব্যাটারদের ব্যর্থতার গল্প মুছে বড় জুটি গড়ার চেষ্টা করছেন মেহেদি হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে সেঞ্চরির পথ এগিয়ে যাচ্ছে এই জুটি। এরই মাঝে ফিফটি ছুঁয়ে ফেলেছেন হৃদয়। এতে ওয়ানডেতে টানা তিন ফিফটি পেলেন মিডল-অর্ডার এই ব্যাটার। এর আগে গত জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজের শেষ দুই ওয়ানডেতেও ফিফটি করেছিলেন হৃদয়। টাইগার দলপতিও হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন, ওয়ানডেতে এটি তার সপ্তম ফিফটি। তাদের ব্যাটে ভর করেই মূলত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪৭ রান। মিরাজ ৫০ ও হৃদয় ৫৫ রানে উইকেটে আছেন।

এর আগে, ব্যাটিংয়ে নেমে মোটেই সুবিধা করতে পারেননি তানজিদ তামিম। আজমতউল্লাহ ওমরজাইয়ের করা চতুর্থ ওভারে অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন এই ওপেনার। ফেরার আগে ১০ বলে ১০ রান করেন তিনি।

তিনে নেমে নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। আজমতউল্লাহর বলে রীতিমত বোকা বনে যান সাবেক এই অধিনায়ক। ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ দেন টপ-অর্ডার এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে ৫ বলে ২ রান আসে ।

জোড়া উইকেট হারানোর পর দলের হাল ধরেন হৃদয় ও সাইফ। অভিষেকে দারুণ শুরুও পেয়েছিলেন সাইফ। তবে পাওয়ার প্লে শেষেই ধৈর্য্য হারিয়ে বসেন। বড় শট খেলতে গিয়ে সীমানার কাছে ক্যাচ দেন। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ২৬ রান করেন এই ওপেনার।


সর্বশেষ সংবাদ